দিরাই উপজেলায় মহাজনী সুদের প্রভাব লক্ষণীয়। চড়া সুদের কারণে মানুষ তাঁর উদ্যোগকে বাস্তবে রূপান্তর করতে হোচঁট খায় বারবার। সহজ শর্তে ঋণ না পাওয়ায় অনেক উদ্যমী মানুষ নিরাশার দোলাচলে দোদুল্যমান। এ পরিস্থিতি অনুধাবন করে দিরাই উপজেলার কিছু উদ্যমী মানুষ সহজ শর্তে ঋণ সেবা প্রদানের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তাদের পুজিঁ সরবরাহের মাধ্যমে তাদের উদ্যোগকে সফল করার মানসে একটি সঞ্চয় ও ঋণদাস সমবায় সমিতি গঠন করার জন্য উপজেলা সমবায় অফিসারের সহায়তা কামনা করেন। উপজেলা সমবায় অফিসার তাদের সমিতিটি গঠনের কাজে তাদের পূর্ণ সহায়তা করেন। সেদিন ছিল সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণন ও অবহিতকরণ সভা। সমিতিটি নিবন্ধিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস