Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে সমবায়

সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

এক নজরে দিরাই সমবায়

উপজেলা সমবায় কার্যালয়, দিরাই, সুনামগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমবায় অধিদপ্তর অধীন একটি উপজেলা পর্যায়ের অফিস। উপজেলার সমবায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এ অফিস হতে করা হয়। এ অফিসের অধীন ১২৯টি নিবন্ধত সমবায় সমিতি রয়েছে। সমবায় সমিতি নিবন্ধন প্রদানের প্রস্তাব জেলা সমবায় দপ্তরে প্রেরণ, নিবন্ধিত সমবায় সমিতির বার্ষিক অডিট সম্পাদন করা, পরিদর্শন করা, পরিচর্যা করা,  নির্বাচন কমিটি গঠন করে প্রস্তাব জেলা সমবায় দপ্তর প্রেরণ করা, নির্বাচন করা সম্ভব না হলে অন্তর্বর্তী কমিটি গঠন করা, সমবায় সমিতির নিকট হতে সরকারী রাজস্ব পাওনা ‘অডিট ফি’ ও সমবায় উন্নয়ন তহবিল আদায় করা, সমবায় সমিতির পক্ষে বা বিপক্ষে কোন সদস্য বা সমবায় সমিতির অভিযোগ গ্রহণ, তদন্ত করা ও ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা সমবায় দপ্তরে প্রেরণ উপজেলা সমবায় কার্যালয়ের প্রধান কাজ । প্রাথমিক সমবায় সমিতি (যার সদস্য ব্যক্তি সদস্য) তাদের বিষয়টি জেলা/উপজেলা সমবায় কার্যালয় থেকে এবং কেন্দ্রীয় সমবায় সমিতি (যার সদস্য প্রাথমিক সমবায় সমিতি) এর বিষয়টি বিভাগীয় সমবায় কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। ইহা ছাড়াও সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, পরিবিক্ষন ও নির্দেশিত অন্যান্য উপজেলা পর্যায়ের কর্মসুচিতে অংশগ্রহন করা হয়ে থাকে।

 

এক নজরে দিরাই উপজেলার সমবায় বিভাগের কার্যক্রম :

১)কেন্দ্রীয় সমবায় সমিতি : ০১টি

২) কৃষি সমবায় সমিতি : ০৫টি

৩) মৎস্যজীবি সমবায় সমিতি : ৮৪টি

৪) সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি : ০৫ টি

৫) পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি : ০১টি

৬) কৃষি দপ্তরভুক্ত সিআইজি সমবায় সমিতি : ০৩টি

৭) প্রাণী সম্পদ দপ্তরভুক্ত সিআইজি সমবায় সমিতি : ১২টি

৮) মৎস্য দপ্তরভুক্ত সিআইজি সমবায় সমিতি : ১৮টি

৯) সর্বমোট সমবায় সমিতির সংখ্যা : ১২৯টি

১০) সমবায় সমিতির সদস্য সংখ্যা : ২১৪৭জন (পুরুষ : ১৭৬৩ জন ও মহিলা : ৩৭৪ জন)। (কেন্দ্রীয় সমিতি বাদে)

১১) সমিতির নিজস্ব শেয়ার মূলধন : ০১ কোটি টাকা (প্রায়)

১২) সমিতির নিজস্ব সঞ্চয় আমানত : ০২ কোটি টাকা (প্রায়)

১৩) সমিতির বিনিয়োগ : ০৩ কোটি টাকা (প্রায়)

১৪) অডিটকৃত সমিতির সংখ্যা : ১২২ টি


এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, দিরাই, সুনামগঞ্জ

১) জনবল সংক্রান্তঃ-

ক্র নং

পদবী

সংখ্যা

কর্মরত

প্রোফাইল দেখতে নামের উপর ক্লিক করুণ

মন্তব্য


উপজেলা সমবায় কর্মকর্তা

০১

০১

রাজ মনি সিংহ



সহকারী পরিদর্শক

০২

০১

 মোহাম্মদ শিমুল খান

শূণ্য পদ ০১টি


অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

০১



শূণ্য


অফিস সহায়ক

০১

০১

মোছা: সাবিনা আক্তার



০২) ঠিকানাঃ- উপজেলা পরিষদ ভবন(নীচ তলা), উপজেলা পরিষদ, দিরাই, সুনামগঞ্জ।

০৩) যোগাযোগঃ- ইমেইল-ucoderaibd@gmail.com

ফোনঃ- ০2996603189

০৪) আমাদের কার্যক্রমঃ-সমবায় সমিতি নিবন্ধন, তদারকী, পরিদর্শন, বার্ষিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি, অবসায়ন, নিবন্ধন বাতিল ও অন্যান্য সরকারী দায়িত্বপালন।

০৫) সমবায় সমিতির সংখ্যাঃ-

ক্রঃ নং

সমিতির শ্রেণী

সংখ্যা

সদস্য সংখ্যা

সংক্ষিপ্ত বর্ণনা

০১

কেন্দ্রীয় সমবায় সমিতি

০১ ১৫৩

যা সদস্য হলো প্রাথমিক সমবায় সমিতি।

০২

প্রাথমিক সমবায় সমিতি

১২৯ ২১৪৭

যা সদস্য হলো ব্যাক্তি। সদস্য সংখ্যা নূন্যতম ২০জন।