২৬.০২.২০২৫ তারিখ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সমবায় কার্যালয়, দিরাই, সুনামগঞ্জ এর উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের UNDP অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের LOGIC প্রকল্পের ২০০০ নারী উপকারভোগীদের নিয়ে দিরাই উপজেলায় ১২টি জলবায়ু ও জীবীকা উন্নয়ন সমবায় সমিতি গঠন ও নিবন্ধন হয়েছে। উক্ত ১২ টি সমিতির ২৪ জন নারী সমবায়ী ও অপর একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। হাওরের প্রতিবেশগত সংকটের মধ্যে বিষমুক্ত সবজি ও মসলা উৎপাদন পদ্ধতি বিশেষ করে বন্যার মধ্যেও বস্তায় করে আদা, হলুদ, মিষ্টি কুমড়া, কাচা মরিচ, পেয়াজ ও রসুদ চাষ পদ্ধতি এবং রাসায়নিক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে বালাই নাশ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার, দিরাই, সুনামগঞ্জ মহোদয়। সমবায় সমিতি হিসাব রক্ষণ ও নিরীক্ষা এবং বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় অফিসার, সুনামগঞ্জ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় এবং সমাজে নারীর সমতা বিধানে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, দিরাই। ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম নিয়ে সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমবায় অফিসার, দিরাই, সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস