Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

How to get what service

কি সেবাঃ

 

০১। সমবায় সমিতি নিবন্ধন।

০২। সমবায় সমিতির অডিট।

০৩। সমিতিতে ঋণ প্রদান।

০৪। প্রশিক্ষণ।

০৫। ভ্রাম্যমান প্রশিক্ষণ।

 

কিভাবে পাবেনঃ

 

     বিধি মোতাবেক নির্ধারিত ফরমে পুর্ণাঙ্গ কাগজ পত্রাদি সহ আবেদন করলে ৬০ দিনের মধ্যে সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান করা হয়।

 

     ১লা জুলাই হতে ৩০শে মার্চ পর্যন্ত প্রতি অর্থ বছরে অডিট করা হয়।

 

     সমিতির চাহিদা সাপেক্ষে বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ হতে ঋন প্রদানের জন্য সুপারিশ করা হয়।

 

     বাংলাদেশ সমবায় একাডেমী কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষণ প্রদান করা হয়।